Logo
Logo
×

রাজধানী

আলোকি সামার ঈদবাজার, হুর ফ্যাশন ব্র্যান্ডে উপচে পড়া ভিড়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১০:৪২ পিএম

আলোকি সামার ঈদবাজার, হুর ফ্যাশন ব্র্যান্ডে উপচে পড়া ভিড়

ঈদকে সামনে রেখে মানসম্মত দেশীয় ব্র্যান্ড ‘হুর’ ফ্যাশনে ফ্যাশন সচেতন নারীদের ভিড় বাড়ছে। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে দুদিনব্যাপী ‘আলোকি সামার ঈদবাজার’ মেলায় দেশীয় বিখ্যাত পোশাকের ব্র্যান্ড ‘হুর’ অংশগ্রহণ করছে। 

শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা আজ রাত ১১টা পর্যন্ত চলবে। আলোকির গ্লাস হাউজ প্রবেশমুখের ডান পাশেই হুর ফ্যাশন। হাউজটিতে প্রবেশ করতেই হুরের বিখ্যাত পোশাকগুলো সবার নজর কাড়ছে। 

সরেজমিন শুক্রবার মেলা ঘুরে দেখা গেছে, সব বয়সি নারী-পুরুষের সঙ্গে শিশুরাও ভিড় জমাচ্ছে। পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকায় মেলায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। 

রাজধানীর রামপুরা থেকে আসা ডা. জিন্নাত-আরা মীম জানান, চমৎকার পরিবেশে দুদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিশেষ করে নারীদের পোশাক ওঠানো হয়েছে বেশি। পছন্দের পোশাক দেদার কিনছেন ক্রেতারা। 

দুই মেয়েকে নিয়ে আসা ডা. মীম আরও বলেন, হুর ব্র্যান্ড থেকে ৩টি স্যাটিন সিল্ক কিনেছি। এক কথায় দারুণ। ঈদ কালেকশন বলতে যা বোঝায় তা হুরে রয়েছে। নতুন আসা অরগ্যাঞ্জা, সামু সিল্কও চমৎকার। লন আনারকলিও কিনেছি। দামও সাধ্যের মধ্যে। 

সানাম নামের এক নারী এসেছেন রাজধানীর মিরপুর থেকে। বললেন, গ্লাস হাউজে ঢুকতেই হুর ব্র্যান্ডের পোশাকগুলো চোখে পড়ে। মেলায় বেশ কয়েকটি ফ্যাশন দোকান ঘুরেছি। কিছু কিছু ফ্যাশনের পোশাকের দাম বেশ চড়া। হুর ফ্যাশন থেকে পছন্দের ক্রেপ জর্জেট সিকোয়েন্স সিল্ক কিনলাম। একই সঙ্গে টিংকার থ্রেডস ফ্যাশন থেকে শিশুদের জন্য ৩টি জামা নিলাম। সাধ্যের মধ্যে পোশাকগুলো অসাধারণ। 

হুর ব্র্যান্ডের হেড অব সেলস সৌমিত রঞ্জন মজুমদার যুগান্তরকে জানান, দুদিনব্যাপী মেলায় হুর ব্র্যান্ডের পোশাক সাড়া ফেলেছে। ক্রেতাদের ভিড় বাড়ছে। ঈদকে সামনে রেখে অত্যাধুনিক ডিজাইনের স্যাটিন সিল্ক, রানিং প্রিন্ট উইথ এমব্রয়ডারি থ্রিপিস, এমব্রয়ডারি ও কারচুপির কাজের লন্, অরগ্যাঞ্জাসহ নানা ডিজাইনের ঈদ কালেকশন ওঠানো হয়েছে। এছাড়া সামু সিল্ক, ক্রেপ জর্জেট সিকোয়েন্স, আনারকলি নামের পোশাকগুলো ব্যাপক চলছে। 

তিনি বলেন, দেশে প্রতিবছর ফ্যাশন সচেতন একদল নারী-পুরুষ তাদের পছন্দের মানসম্মত লন, কুর্তা, দোপাট্টা, পাঞ্জাবি, কাবলি কিনতে দেশের বাইরে, বিশেষ করে ভারত, পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের নানা দেশে গিয়ে থাকেন। এসব ক্রেতার পছন্দের সব পোশাক তৈরি করছে হুর ব্র্যান্ড। 

সৌমিত আরও বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউটার পার্কে রয়েছে বিখ্যাত ব্র্যান্ড হুরের বিশাল শোরুম। হুরের বিশাল আউটলেটে রয়েছে উচ্চমানসম্পন্ন নানা পোশাকের বাহার। 

টিংকার থ্রেডসের স্বত্বাধিকারী নূর হোসেন বলেন, শুক্রবার শুরু হওয়া মেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার নিশ্চয় ক্রেতাদের ভিড় আরও বাড়বে। আমরা ক্রেতাদের মানসম্মত পোশাক তৈরি করছি। হুরের ব্র্যান্ড ইতোমধ্যে পোশাক সচেতন নারী-পুরুষের মন জয় করেছে। হুর ব্র্যান্ডের পোশাক এ মেলায়ও সাড়া ফেলেছে। হুরের পোশাক শুধু দেখতেই সুন্দর তা নয়, অত্যন্ত মানসম্পন্ন পোশাক তৈরি করছে ব্র্যান্ডটি। ঈদ উপলক্ষ্যে নানা রকম ডিজাইনের পোশাক নিয়ে এসেছে ব্র্যান্ড হুর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম