মিরপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ বন্ধ, প্রতিবাদে মানববন্ধন
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:১২ পিএম
মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প বিজয় রাকিন সিটির নির্মাণ কাজ সমাপ্ত না করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ স্থগিতের একটি পত্র পাঠায় ডেভেলপার প্রতিষ্ঠান বিজয় রাকিন সিটি বিডি লিমিটেড। নানাবিধ সমস্যায় জর্জরিত এই আবাসন প্রকল্পে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভাস্কর্য নির্মাণ হওয়ার কথা থাকলেও তা বন্ধে উঠেপড়ে লাগে এ নির্মাণ প্রতিষ্ঠানটি।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে মিরপুর-১৪নং পুলিশ কনভেনশন হলের পেছনে দুই নম্বর গেট সংলগ্ন ভাস্কর্য স্থাপনের জন্য রাখা নির্ধারিত জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নারী মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন মজুমদার। বক্তব্য দেন সম্মিলিত নারী মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মেহেরুন নেছা মেরি, মুক্তিযোদ্ধা সন্তান লীগের সহসভাপতি আবু ইউসুফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু।