![মাদক মামলায় পলাতক আসামি গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/24/image-808826-1716571252.jpg)
চারটি মাদক মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউ। তার নাম আরিফুল ইসলাম বাবু।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ির কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউর পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, আরিফুল ইসলাম বাবু ২০১৮ সালে চাঁদপুরের উত্তর মতলব থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এবং একই থানায় ২০১৯ সালের অপর একটি মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া উত্তর মতলব থানায় দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আরিফুল ইসলাম বাবু। সাজা ও পরোয়ানা মাথায় নিয়ে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আÍগোপন করে আসছিলেন।