Logo
Logo
×

রাজধানী

পুলিশ বক্সে ঢুকে গেল বেপরোয়া বাস, এসআই আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১০:০৬ পিএম

পুলিশ বক্সে ঢুকে গেল বেপরোয়া বাস, এসআই আহত

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শিখর পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে পড়ে। এতে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। 

শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। 

শাহবাগ থানা পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় এসআই রেজওয়ান আহত হন। ঘটনার পর বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। 

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, এসআই রেজওয়ান ডিএমপির মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত। তার ঠোঁট কেটে গেছে। তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালককে গ্রেফতারে চেষ্টা চলছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম