Logo
Logo
×

রাজধানী

রেজাল্টের আগেই নিজেকে শেষ করে দিলেন মিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১০:২৭ পিএম

রেজাল্টের আগেই নিজেকে শেষ করে দিলেন মিম

রাজধানীর শাহজাহানপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে এসে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মিম আক্তার। শনিবার বিকালে শাহজাহানপুর শহীদবাগ মসজিদ গলির বাসায় এ ঘটনা ঘটে। 

পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে মিমকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মিম শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণঝড়া গ্রামের ইউসুফ আলী ও আমেনা বেগম দম্পতির মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে বড়। তিনি শাহজাহানপুর রেলওয়ে সরকারি হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আগামী সপ্তাহে তার রেজাল্ট হওয়ার কথা। 

হাসপাতালে মিমের মা আমেনা বেগম বলেন, তারা শাহজাহানপুর শহীদবাগের ওই বাসায় থাকেন। দুই মাস আগে মিম প্রেমের সম্পর্কে জড়িয়ে নিজে নিজেই শান্ত নামে এক তরুণকে বিয়ে করে। বিয়ের পর স্বামীর সঙ্গে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকা শুরু করে। এর মধ্যে স্বামীর বিভিন্ন দোষ সামনে আসতে থাকে মিমের কাছে। ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতো তার স্বামী শান্ত। এছাড়া গভীর রাত পর্যন্ত বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। এগুলো পছন্দ করত না মিম। শান্তকে বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছিল না। 

মিমের মা বলেন, এসব কারণে স্বামীর সঙ্গে রাগারাগি করে দুইদিন আগে আমাদের বাসায় চলে আসে মিম। মিমকে ধৈর্য ধরে থাকতে ও শান্তকে বোঝাতে বলি। এর মধ্যে শনিবার দুপুরে একা ঘরে রুমের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মিম। বিকালে তার ছোট ভাই বাসায় এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মিমের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম