তীব্র তাপদাহে পুরান ঢাকা স্বজনদের পানি ও স্যালাইন বিতরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৭:৩৫ পিএম
তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। জনজীবনে ত্রাহি অবস্থা। বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে রাজধানীর শ্রমিক ও সাধারণ পথচারীদের হাতে সুপেয় খাবার পানির বোতল এবং স্যালাইন বিতরণ করেছে যুগান্তর স্বজন সমাবেশ।
শুক্রবার পুরান ঢাকার নাজিরাবাজার মাতৃসদনের সামনে যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার উদ্যোগে রিকশা ও ভ্যানচালক এবং পথচারীদের মাঝে পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার সভাপতি সায়কা বানুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিএম শাকিল, মো. ওবায়দুল হক পাটোয়ারী, মো. তাকি, মো. ইমরান হোসাইন, জাফিনসহ স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার উদ্যোগে এর আগে ওয়ারীর নারিন্দা রোডে রিকশাচালকদের মাঝে ছাতা, পানি এবং বঙ্গবাজারের সামনে লেবুর শরবত বিতরণ করা হয়।