Logo
Logo
×

রাজধানী

ডেমরায় অপহৃত মাদ্রাসাছাত্রী গাবতলীতে উদ্ধার, অপহরণকারী কারাগারে

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৬:৪৯ পিএম

ডেমরায় অপহৃত মাদ্রাসাছাত্রী গাবতলীতে উদ্ধার, অপহরণকারী কারাগারে

রাজধানীর ডেমরা থেকে অপহৃত মাদ্রাসার মিজান বিভাগের এক ছাত্রীকে ঢাকার গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মো. সজিব আহম্মেদকে (২০) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ওই ছাত্রীকে উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। এ সময় গ্রেফতার অপহরণকারী সজিবকে দুপুরে আদালতে পাঠালে বিকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

গ্রেফতার সজিব ডেমরা মোস্তমাঝী হানিফের বাড়ির ভাড়াটিয়া ও ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর গ্রামের মো. জামালের ছেলে। 

এদিকে উদ্ধারের পর মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। 

গত ৩০ এপ্রিল রাতে মায়ের সঙ্গে একটি ফার্মেসিতে জরুরি ওষুধ কিনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে সজিব মেয়েটিকে অপহরণ করে। এ বিষয়ে গত বুধবার দিবাগত রাতে ভুক্তভোগীর বাবা ডেমরা থানায় সজিবের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বাদীর বরাত দিয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, মাদ্রাসায় যাওয়া আসার পথে সজিব ওই ছাত্রীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। আর বারবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সজিব মেয়েটিকে অপহরণ করে। মামলার পর প্রযুক্তির মাধ্যমে ডেমরা থানার এসআই মো. সেলিম বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম