বুড়িগঙ্গা থেকে গলায় ইট ও বালুর বস্তা বাঁধা লাশ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৮ এএম
বুড়িগঙ্গা নদীর বরিশুর শাহ সিমেন্ট ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে শুধু লুঙ্গি। গলায় গামছা দিয়ে ইট ও বালুর বস্তা বাঁধা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ গুম করতে গলায় ইট ও বালুর বস্তা বেঁধে লাশ নদীতে ফেলা হয়েছে। তবে পেট ফুলে লাশের পা পানির উপরে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।