রাজধানীতে মাদকাসক্ত মামার হাতে ভাগনে খুন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০২:৫৮ এএম
রাজধানীর কামরাঙ্গীরচর নুরবাগে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে তানিন হোসেন সিফাত (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরেক ভাগিনা তামিম আহমেদ। রোববার বিকাল ৪টায় নুরবাগ পুরাতন পুলিশ ফাঁড়ি গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় তানিনকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তানিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, লাশ মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ জানিয়েছে, তারা বিস্তারিত তদন্ত করছে।
আহত তামিম আহমেদ জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। বাবার নাম জামিল হোসেন। পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা কালিন্দি এলাকায় থাকেন। দুই ভাই তামিম ও তানিন কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে মেজো মামা রিপনের ইলেকট্রিক পণ্যের দোকানে কাজ করেন।
রোববার দুপুরে তারা দুই ভাই মামার বাসায় খাবার খেতে যান। সেখানে যাওয়ার পর দেখেন, তাদের নানিকে মারধর করছে ছোট মামা রাকিব। তখন তামিম তাকে জাপটে ধরে রাখেন। কিছুক্ষণ পর শান্ত হলে তাকে ছেড়ে দেন। তবে ছুটেই মামা রাকিব ধারালো ছুরি এনে ভাগিনা তামিমকে প্রথমে আক্রমণ করেন। তাকে ফেরাতে গেলে তানিনকেও ছুরিকাঘাত করেন।
তানিনের মেজো মামা মো. রিপন জানান, রাকিব মাদকাসক্ত। কোনো কাজই করে না। মাঝে মধ্যেই বাবা-মাকে মারধর করত।