রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পিএম
![রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/10/image-794207-1712749812.jpg)
রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুরে একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম হাসান মাহমুদ (৫৫)।
আজ বুধবার ভোর ৫টার পর কোনো এক সময়ে প্রগতি সরণীর মাইশা চৌধুরী টাওয়ারের মধুমতি ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটেছে।
পুলিশের ধারণা, এটিএম বুথের টাকা চুরি করতে এসে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে নিরাপত্তাকর্মীকে হত্যা করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে জানান, আজ ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।