Logo
Logo
×

রাজধানী

মেট্রোরেলের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ এএম

মেট্রোরেলের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করছে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’। এবার ঈদকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের। চাঁদরাত পর্যন্ত এপিবিএন সদস্যরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা দেবেন।

আরও পড়ুন: ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে

মেট্রোরেলের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মো. পারভেজ সোমবার রাতে যুগান্তরকে বলেন, ৪ এপ্রিল থেকে এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রথম দিন ৫০ জন সদস্য দায়িত্ব পালন করেন। সর্বশেষ সোমবার ৭০ সদস্য বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সোমবার বিকালে এমআরটি পুলিশের প্রধান ডিআইজি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেট্রোরেলে প্রতি স্টেশনে এমআরটি পুলিশ সদস্যরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দায়িত্ব পালন করছেন। ঈদ পর্যন্ত এবার এপিবিএন সদস্যদের মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। মূলত অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: আইপিডি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম