Logo
Logo
×

রাজধানী

অনলাইনে জাল টাকা কিনে বিক্রির সময় র‌্যাবের হাতে ধরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পিএম

অনলাইনে জাল টাকা কিনে বিক্রির সময় র‌্যাবের হাতে ধরা

অনলাইনের একটি গ্রুপে যোগাযোগ করে বিপুল পরিমাণ জাল টাকা কিনেছিলেন মিরাজ। প্রতি লাখে তাকে গুনতে হয়েছে ১৫ হাজার করে আসল টাকা। ঈদে জমিয়ে জাল টাকার ব্যবসা করার ইচ্ছা ছিল তার। কিন্তু জাল টাকা বিক্রি করতে গিয়ে র‌্যাবের হাতে আটক হয়ে তিনি এখন কারাবন্দি। 

র‌্যাব-১ এর একটি দল শুক্রবার রাজধানীর ভাটারা এলাকা থেকে মিরাজকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৭ লাখ টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন জালনোট। 

র‌্যাব-১ এর এএসপি মো. মাহফুজুর রহমান জানান, ভাটারা থানাধীন নতুন বাজার ভাটারা মোড় এলাকায় শুক্রবার সকালে র‌্যাবের নিয়মিত টহল দল অবস্থান করছিল। এ সময় র‌্যাবকে দেখে দ্রুত পালানোর চেষ্টাকালে মিরাজকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে বাংলাদেশি ৬ লাখ ৯৮ হাজার টাকার মূল্যের বিভিন্ন জালনোট জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। শনিবার মিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম