Logo
Logo
×

রাজধানী

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৯:১০ পিএম

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. সাগর (১৯) ঝালকাঠি জেলার সদর থানার গগন গ্রামের শাহিন মিয়ার ছেলে। কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে কলেজ রোড এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কাউসার জানান, আমি ও সাগর আইডিয়াল প্লাস্টিক কারখানার কর্মচারী। সকালে প্লাস্টিক কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সাগর অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, সাগর আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম