সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পিএম
![সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/04/image-792401-1712223855.jpg)
সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফখরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৩।
বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতার ফখরুলের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি এলাকায়।
র্যাব-৩ সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে ওই সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রাহকদের জমাকৃত কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থ আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ৭ টি মামলা করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, বিচার শেষে তাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে সমবায় সমিতি আইনে দায়ের করা ২০১৪ সালের একটি মামলায় চাঁদপুরের একটি আদালত আচ্ছা অপরাধ ২০২০ সালে তাকে ৭ বছরের কারাদণ্ড এবং ৬ লাখ ৬৬ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।