Logo
Logo
×

রাজধানী

বনশ্রীতে সুপারশপে ডাকাতি, গ্রেফতার ৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:০৭ এএম

বনশ্রীতে সুপারশপে ডাকাতি, গ্রেফতার ৬

রাজধানীর রামপুরা থানার বনশ্রীর বি ব্লকে স্বপ্ন সুপারশপে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন-ডাকাত দলের টিম লিডার রিপন খান ওরফে জাফর, সোহেল খান, নজরুল ইসলাম, জুয়েল ইসলাম, তারেক হাসান ও তালহা। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। 

শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট এলাকার বড় খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১১০টি পারফিউম ও ২২টি লোশন উদ্ধার করা হয়। 

এছাড়াও ১টি ধারালো চাপাতি, কাটার মেশিন, পিকআপ ও ১টি লোহার রড জব্দ করা হয়েছে। 

শনিবার রাজধানীর মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ২০ মার্চ রাত ২টা ৩৯ মিনিটে ওই সুপারশপের তালা কেটে ডাকাত দলের সদস্যরা বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন পারফিউম, শ্যাম্পু ও কসমেটিকস আইটেমসহ ২ বস্তা মালামাল নিয়ে যায়। পরে ২ গার্ডকে গুরুতর আহত করে পিকআপে উঠিয়ে নিয়ে বিটিভি ট্রাফিক পুলিশ বক্সের পাশে রাস্তায় ফেলে যায়। 

এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মাওলার নেতৃত্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আন্তঃডাকাত দলের ৪ সদস্যকে ও ডাকাতি মালামাল কেনাবেচা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের তথ্যমতে, লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম