Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে মাদক ও জাল নোট চক্রের ৫ সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৫:২৮ পিএম

রাজধানীতে মাদক ও জাল নোট চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীতে মাদক ও জাল নোট চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বাড্ডা, ভাটারা ও বনানী থানা এলাকা তাদের গ্রেফতার করা হয়। 

বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড্ডা, ভাটারা ও বনানী থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের অনেকে নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। মাদকসহ জাল নোটের সঙ্গে অনেকে জড়িত। মাদক কারবারিদের গ্রেফতার করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের একটি সঙ্গবদ্ধ একটি দলকে গ্রেফতারে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। এ সময় জাল নোট চক্রের মূলহোতা মোহাম্মদ ফয়েজ আহমেদ রাসেলকে (৪২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৩ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে এ জাল নোটগুলো বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দিতে চেয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতার রাসেল। 

রাসেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং বাকি আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। জাল নোট কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান ওসি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম