Logo
Logo
×

রাজধানী

গাড়ি চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৮:৫৮ পিএম

গাড়ি চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বুধবার দুপুরে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম  এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতাররা হলেন- ইমরান শেখ (৩৬) ও ইউনুস (২৪)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় ৩/৪জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। 

এরপর হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিজেদেরকে গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। 

এক পর্যায়ে তাদের কাছে ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে তাদের প্যান্টের নিচে দুই রানে টেপ দিয়ে প্যাঁচানো ২ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়। 

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় এনে বেশি দামে বিক্রি করত। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম