Logo
Logo
×

রাজধানী

স্বাধীনতা দিবসে শাবিপ্রবির ‘পিএসএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সভা ও ইফতার মাহফিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১০:২৩ পিএম

স্বাধীনতা দিবসে শাবিপ্রবির ‘পিএসএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সভা ও ইফতার মাহফিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অ্যালামনাইদের সংগঠন ‘পিএসএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ঢাকাস্থ সাস্ট ক্লাবে এ অনুষ্ঠান হয়। 

সংগঠনের সভাপতি মো. তাইমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস বলেন, আমাদের প্রজন্ম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করে এবং স্বাধীনতাপরবর্তী রাষ্ট্র বিনির্মাণে আত্মনিয়োগ করেছে।  বর্তমান প্রজন্মের কাছে আমাদের অনুরোধ থাকবে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোল ও সুশাসন প্রতিষ্ঠা করো। প্রত্যেককে নিজের কর্মে এবং চিন্তায় সৎ, পরোপকার ও দেশপ্রেম জাগ্রত রাখতে হবে।

আলোচনায় বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা স্মৃতিচারণ করেন।

বিভাগের তৃতীয় ব্যাচের অ্যালামনাই মো. রুমন কবির রুমু তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ডিজিএম পদে পদোন্নতিতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ইফতার-পূর্ব মোনাজাতে দেশ, জাতির এবং অ্যালামনাইদের ব্যক্তিগত এবং পারিবারিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম