Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটা তুঙ্গে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৯:০৯ পিএম

যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটা তুঙ্গে

দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্রেতার পছন্দের শীর্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। তাই ঈদ ঘিরে সব শ্রেণির ক্রেতারা ভিড় করছেন এই শপিংমলে। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন পছন্দের পোশাক। তবে শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এই শপিংমলে ভিড় থাকলেও রোজা রেখে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। এছাড়া এক ছাদের নিচে পোশাক ছাড়াও গয়না, কসমেটিকস, ক্রোকারিজ, জুতা, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা তুঙ্গে।

এদিকে যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। শপিংমলের যে কোনো শোরুম থেকে ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনলেই পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতা। লটারিতে প্রতিদিনই স্বর্ণ, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা আকর্ষণীয় ও নিশ্চিত পুরস্কার পেয়ে হাসিমুখে তারা বাড়ি ফিরছেন। এতে ক্রেতাদের ঈদ আনন্দে যোগ করছে নতুন মাত্রা। 

মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই প্রচুর মানুষের আনাগোনা শুরু হয় যমুনা ফিউচার পার্কে। বিকালে শপিংমলের প্রবেশ মুখেই দেখা যায় গাড়ির বিশাল সারি। সন্ধ্যায় অনেকে শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটায় মেতে ওঠেন। এছাড়া ইফতার শেষে ফের ঢল নামে আস্থার শপিংমল যমুনা ফিউচার পার্কে। মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। এ সময় যমুনা ফিউচার পার্কের মেট্রো ফ্যাশন, দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর, ইনফিনিটি, কে ক্রাফট, অঞ্জনস, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিন’স ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, সিক্স লাইফ স্টাইল, লা রিভ, আর্টিসান, টপ টেন মার্ট পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়।

দুপুরে আর্টিসান আউটলেটে কেনাকাটা করছিলেন গুলশান-১ থেকে আসা হামিদুল ইসলাম। তিনি যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্ক আমার পছন্দের শীর্ষে। কারণ এখানে এক ছাদের নিচে সব ব্র্যান্ডের পণ্য মেলে। এছাড়া এখানে বড় পরিসর থাকায় ক্রেতার ভিড় থাকলেও অস্বস্তি লাগে না। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়। তাই পরিবারের সবই মিলে ছুটির দিন কেনাকাটা করতে এসেছি। 

উত্তরা ১০নং সেক্টর থেকে আসা জিহাদুল বলেন, একজন চাকরিজীবী হিসাবে ঈদের ইতোমধ্যে বোনাস পাওয়ায় পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করেছি যমুনা ফিউচার পার্ক থেকেই। আজ এসেছি নিজের জন্য ঈদের পোশাক কিনতে। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসি কারণ এখানে সবকিছু সুলভ মূল্যে সাধ্যের মধ্যে পাওয়া যায়। ঈদের জন্য পাঞ্জাবি কিনেছি। আর সারা বছরের জন্য কেনা হয়েছে অফিশিয়াল শার্ট।

এদিন বিকালে আড়ংয়ের আউটলেটে গিয়ে দেখা যায়, শুধু ক্রেতা আর ক্রেতা। আছে শিশুরাও। যার যার পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন। মালিবাগ থেকে কেনাকাটা করতে এসেছেন ঊর্মি আমারা ও তার পরিবার। তিনি বলেন, যমুনা ফিউচার পার্কের আড়ংয়ের এ আউটলেটটি বিশাল এবং কালেকশনও অনেক। ছেলেমেয়ে ও তাদের বাবার জন্য ঈদ কেনাকাটা করতে এসেছি। ইতোমধ্যে কিছু পোশাক কেনাও হয়েছে। 

যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্কে ক্রেতারা দেশি-বিদেশি সব ব্র্যান্ড একই ছাতার নিচে পাচ্ছেন। প্রথম থেকেই এখানে যারা ব্যবসা করছেন তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন। সুনামের সঙ্গে ব্যবসা করছেন। ক্রেতারাও ভালোমানের পণ্য পাচ্ছেন। এজন্য সবার পছন্দের শীর্ষে এখন যমুনা ফিউচার পার্ক। তাই সবাইকে দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ শপিংমলে এসে ঈদ কেনাকাটা করতে স্বাগত জানাচ্ছি।

এদিকে কে ক্রাফটের শোরুমে প্রবেশ করতেই দেখা গেল নানা পাঞ্জাবির বাহার। যেগুলোর দাম পড়বে ১২০০-১৫০০ টাকা। এখানে ফতুয়া পাওয়া যাচ্ছে ৮০০-১২০০ টাকায়। পায়জামা পাওয়া যাচ্ছে ৭০০-১০০০ টাকায়। ছেলেদের পোলো শার্ট পাওয়া যাচ্ছে ৬৯০-৮২৫ টাকায়। মেয়েদের বাহারি এবং অসাধারণ সব মটিফের সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে ৩৫০০-৮৫০০ টাকায়। কুর্তি পাওয়া যাচ্ছে ১২০০-৫৫০০ টাকায়। সুতি শাড়ি পাওয়া যাচ্ছে ২২০০-৩৫০০ টাকায়, হাফ সিল্ক ২৫৯৫-৬৫০০ টাকায়, সিল্কের শাড়ি ৭৫০০-১৫০০০ টাকায়। এখানে আরও আছে ঈদের বিশেষ আকর্ষণ ফ্যামিলি ড্রেস। 

ইনফিনিটিতে ঈদ উপলক্ষ্যে মেয়েদের জন্য এসেছে সালোয়ার-কামিজ। যেগুলোর দাম রাখা হয়েছে ৩৫০০-৬০০০ টাকা। সুতি শাড়ি ২২০০-৯০০০ টাকা। সিঙ্গেল কামিজ ১৬০০-৩০০০ টাকা, ওয়েস্টার্ন টপ ১৪৫০-২০০০ টাকা। ইনফিনিটিতে ছেলেদের জন্য নানা ধরনের পাঞ্জাবি এসেছে। সাদা, এমব্রয়ডারি এসব পাঞ্জাবির দাম পড়বে ২৫০০-৬০০০ টাকা।

সন্ধ্যায় কথা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমনের সঙ্গে। তিনি বলেন, আমরা আট বন্ধু মিলে ঈদের কোনাকাটা করতে এসেছি। দুপুর ১টা থেকে ঘোরাঘুরি করে পোশাক-জুতা কিনেছি। সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছি। এখানে কেনাকাটা করতে কোনো ধরনের ভোগান্তি নেই। ইফতারের সময় ইফতার করে ফের কেনাকাটা করছি। এখানে দেশি-বিদেশি সব ব্র্যান্ড রয়েছে। তাই চিন্তা নেই। পছন্দসই সব এখানে পাওয়া যাচ্ছে।

কোটি টাকার ঈদ উপহার : ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে শপিংমল কর্তৃপক্ষ। আর এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিু ৫০০ টাকার কেনাকাটা করলেই থাকছে এক ভরি স্বর্ণ, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। আর এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের রসিদ নিয়ে সেখানে থাকা কিউআর কোড অথবা gift.jamuna.tech এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। মঙ্গলবারও এই আয়োজনে যারা অংশ নিয়েছেন তাদের মাঝে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম