পানির স্বল্পতায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৭:০২ এএম
![পানির স্বল্পতায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/23/image-787996-1711155715.jpg)
রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
শনিবার ভোর রাত সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি ও হতাহতের খর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় (শনিবার ভোর রাতে) চকবাজার ইসলামবাগের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো ধুয়া বের হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও উৎস সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুন: চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
তিনি জানান, পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ারও একটা শঙ্কা ছিল। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়। আগুনের পাশাপাশি প্রচন্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: স্পোর্টস গোডাউনে আগুন, আড়ত থেকে ৭ শতাধিক ছাগল চুরির অভিযোগ
স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে জুতার কারখানা ছিল। সেখানে দাহ্য পদার্থ ছিল। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তাদের।