Logo
Logo
×

রাজধানী

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০২:৪৬ পিএম

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

আগামী ২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন- বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান শ্রমিক নেতারা।

সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশা শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশাহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তা ছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। 

এ সময় তারা ৭ দফা দাবি জানান।  দাবিগুলো হলো— রমজানের ঈদে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানে মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে। বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। 

এ ছাড়া নারী শ্রমিকদের মজুরির বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য টিফিন এলাউন্স প্রদান করতে হবে। বিশুদ্ধ খাবার পানি সম্পূর্ণ মালিক কর্তৃক সরবরাহ করতে হবে ও শ্রমিকদের কাছ থেকে পানির বিল কাটা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, গণতান্ত্রিক শ্রম আইন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম