Logo
Logo
×

রাজধানী

দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৯:৪৩ এএম

দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আয়েশা আক্তার নিহত হয়েছেন। আয়েশার মৃত্যুর প্রতিবাদে সিটি কলোনিসংলগ্ন গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সি আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। 

জানা গেছে, আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিল। স্থানীয়দের বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন বলেন, সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে মানুষের বিক্ষোভের কারণে ঢাকামুখী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। অনেকে গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ও মাথায় নিয়েই গন্তব্যস্থলে যাচ্ছেন। এ ছাড়া অফিসগামী মানুষও পড়েছেন বিপাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম