যমুনা ফিউচার পার্কে রয়েল ডায়মন্ডের শাখা উদ্বোধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১০:২৩ পিএম
![যমুনা ফিউচার পার্কে রয়েল ডায়মন্ডের শাখা উদ্বোধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/08/image-782525-1709915000.jpg)
ক্রেতাদের কাছে উন্নত মানের জুয়েলারি সরবরাহ করতে তৃতীয় শাখার যাত্রা চালু করল রয়েল ডায়মন্ড অ্যান্ড প্লাটিনাম। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে (লেভেল-২, দোকান নং- ২বি-০০৬ বি) শুক্রবার কেক ও ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল।
এ সময় যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম, রয়েল ডায়মন্ড অ্যান্ড প্লাটিনাম স্বত্বাধিকারী মো. ফজলুল হক পাঠান এবং উপস্থাপক বারিশা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, যমুনা ফিউচার পার্কের এ শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ১০ মার্চ পর্যন্ত ডায়মন্ডের জুয়েলারিতে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঈদ উপলক্ষ্যে সব শোরুমে ২৫ শতাংশ ছাড় ও বিশেষ অফার এবং উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, মার্কেটে রয়েল ডায়মন্ডের সুনাম আছে। তারা ২২ বছর ধরে ডায়মন্ডের ব্যবসা করেন। তারা খারাপ পণ্য দেবেন না বলে আমি আশা করি।
ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্কের লেভেল-২ দেশের সবচেয়ে বড় জুয়েলারি কর্নার রয়েছে। ক্রেতারা দেশি-বিদেশি সব ব্র্যান্ড একই ছাতার নিচে পাচ্ছে।
ফজলুল হক পাঠান বলেন, ২০০৩ সাল থেকে আমরা ক্রেতাদের ভালো মানের ডায়মন্ড সরবরাহ করছি।