রামপুরা এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
রাজধানীর রামপুরায় একটি আবাসিক এলাকায় রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে কয়েকটি ভবনের নির্মাণ কাজ করায় সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি নকশাবহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজউকের জোন-৬/১ এর আওতাধীন রামপুরা পুষ্পশ্রী আবাসিক এলাকায় রাজউকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিকভাবে একটি ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোতে সেটব্যাক ও ভয়েডে ব্যত্যয় পাওয়ায় তাৎক্ষণিককভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করবেন এবং ভবনের অবশিষ্ট ব্যত্যয়কৃত অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলবেন মর্মে ভবন মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।
প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, যারা রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে না এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনমানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেসব ভবন মালিকদের বিরুদ্ধে রাজউকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ভবন নির্মাণের পরিকল্পনা করবেন, তারা যেন রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন- এই বিষয়ে সচেতন করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী বলেন, প্রভাবশালী কিছু ভবন মালিক আইনের তোয়াক্কা না করে ভবন সম্প্রসারণ করার জন্য সরকারি রাস্তা দখল করে নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করে। রাজউক এই ধরনের অভিযান অব্যাহত রাখলে ভবিষ্যতে কেউ নকশার ব্যত্যয় করে অবৈধভাবে ভবন নির্মাণ করতে পারবে না।
অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।