যমুনা গ্রুপের অডিটর’স সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
‘সমৃৃদ্ধি বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ যমুনা গ্রুপ’- এ স্লোগানে রাজধানীর ডেমরায় যমুনা গ্রুপের অভ্যন্তরীণ অডিটর’স সম্মেলন-২০২৪ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যমুনা গ্রুপের উদ্যোগে বুধবার দুপুরে রকল্যান্ড অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব, পরিচালনা, প্রধান বক্তার বক্তব্য ও প্রশিক্ষণ দিয়েছেন যমুনা গ্রুপের জিএম (অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল) মোহাম্মদ জুলফিকার হায়দার।
এ সময় যমুনা গ্রুপের সব অভ্যন্তরীণ নিরীক্ষকের মাঝে একটি সংগঠনের কার্যকারিতার ধারাবাহিক মূল্যায়নে অভ্যন্তরীণ নিরীক্ষকের ভূমিকা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, গুড গভারনেন্স এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে সঠিক সময়ে প্রতিবেদন প্রদান নিয়ে নানা বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন- যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব অডিট মো. আবু নাফিজ এফসিএ, যমুনা গ্রুপের ডিজিএম মো. নজরুল ইসলাম, যমুনা স্পিনিং বিভাগের এজিএম (অভ্যন্তরীণ নিরীক্ষা) এসএম সিরাজুল ইসলাম, যমুনা গ্রুপের এজিএম (ইন্টারনাল অডিট) মো. আমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শাহাজাহান মিয়া, সিনিয়র ম্যানেজার (অডিট) মো. আশরাফুল আলম, অভ্যন্তরীণ অডিট ম্যানেজার-হুরাইন এইচটিএফ মোহাম্মদ আসনাদুল ইসলাম ও যমুনা ডেনিমস লিমিটেডের ম্যানেজার মো. রেজাউল করিম জুয়েল।
কর্মশালায় যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও স্বপ্নদ্রষ্টা মো. নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।