বেনাপোল এক্সপ্রেসে আগুন: নিহত ৪ জনের মরদেহ হস্তান্তর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিহত ৪ জনের মরদেহ শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ।
নিহতেরা হলেন–এলিনা ইয়াসমিন, নাতাশা জেসমিন নেকি, চন্দ্রিমা চৌধুরী সুমি (২৫), এবং আবু তালহা (২৪)। এলিনার মরদেহ বুঝে নেন তার স্বামী সাজ্জাদ হোসেন চপল; নাতাশার মরদেহ বুঝে নেন তার বড় বোনের স্বামী এহতেশাম নেওয়াজ, চন্দ্রিমার মরদেহ বুঝে নেন বড় ভাই দীপঙ্কর চৌধুরী এবং আবু তালহার মরদেহ বুঝে নেন মামা মো. মনিরুল ইসলাম।
গত ৫ জানুয়ারি ঢাকার কমলাপুরগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গোপীবাগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে দগ্ধ হয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়।
মরদেহ অতিরিক্ত দগ্ধ হওয়ায় স্বজনেরা কেউ তাদের শনাক্ত করতে পারেনি। পরে ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে তাদের পরিচয় নির্ণয় করার চেষ্টা করা হয়।