মৎস্যজীবী লীগ নেতা আলমের মায়ের ইন্তেকাল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
![মৎস্যজীবী লীগ নেতা আলমের মায়ের ইন্তেকাল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/08/image-772198-1707401273.jpg)
মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মুহাম্মদ আলমের মা ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
ফিরোজা বেগমের মৃত্যুতে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শোক জানিয়েছেন।
মরহুমার প্রথম জানাজা পোস্তগোলা, দ্বিতীয় জানাজা দক্ষিণ কেরানীগঞ্জ বেয়ারা বাজার, তৃতীয় জানাজা ইকুরিয়া ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়। পরে তাকে ইকুরিয়া কবরস্তানে দাফন করা হয়।