এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনটেইনার পড়ে শ্রমিক নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
রাজধানীর তেজগাঁও এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শামীম মিয়া (৩৯)।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের তেজকুনি পাড়া রেলওয়ে কলোনি সংলগ্ন বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম নরসিংদীর রায়পুরায় উপজেলার সদাঘরকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে। এ ঘটনায় আজহারুল ইসলাম সোহাগ নামে ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে একটি কনটেইনার ক্রেনের মাধ্যমে অন্যত্র সরানোর সময় সেটি পড়ে যায়। এ সময় শ্রমিক শামীম মিয়া কনটেইনারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।