Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট রেল স্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ঘটনাটি দুটি ঘটে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ (৫০) ঘটনাস্থলে মারা যান বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) সানু মং মারমা। 

তিনি বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে ক্যান্টেনমেন্ট রেল স্টেশনের অদূরে রেললাইনের পাশে আনুমানিক ৩০ বছর বয়সি এক তরুণকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে এক পথচারী প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তার পরনে ছিল নীল রংয়ের পাঞ্জাবি ও কালো প্যান্ট। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, এ ব্যাপারে কমলাপুর ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম