Logo
Logo
×

রাজধানী

তুরাগে নির্মাণাধীন ভবনের রড পড়ে শ্রমিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম

তুরাগে নির্মাণাধীন ভবনের রড পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর তুরাগে নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হেলাল হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নলভোগ এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হেলাল ভোলার মনপুরার চরগোলিয়া গ্রামের কৃষক নুরু ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনের পাশে একটি মেসে থাকতেন।

হেলালের বড় ভাই বেল্লাল হোসেন বলেন, নির্মাণাধীন ভবনে আমরা দুই ভাই কাজ করি। নিচ থেকে দ্বিতীয় তলার ছাদে রড উঠানোর কাজ করছিলেন হেলাল। এ সময় উপর থেকে একটি রড তার মাথার ওপর পরে। এতে সে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম