মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে স্বতন্ত্র প্রার্থীর হয়রানির অভিযোগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
মুন্সীগঞ্জে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদকে ১০ কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনার বিরুদ্ধে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসুনাল কবির।
আসুনাল কবির বলেন, গত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণকারী প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন অ্যাডভোকেট সোহানা তাহমিনা। এছাড়াও তিনি বলেছেন, ‘যারা ট্রাকের নির্বাচন করবে না জাতীয় নির্বাচনের পর জেলা আওয়ামী লীগের সহযোগিতায় তাদের কমিটি ভেঙে দেবে।’
আসুনাল কবির আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমরা নৌকার পক্ষে কাজ করেছি বিধায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের সময় জেলা আওয়ামী লীগ ও আইনজীবীর প্রভাব খাটিয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা করেছেন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামী লীগ ও নৌকা মার্কার প্রতিটি নেতাকর্মীকে সামাজিক, আর্থিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয়প্রতিপন্ন করতে তাহমিনা উঠেপড়ে লেগেছেন বলে উল্লেখ করেন কবির। তিনি বলেন, এরই ফলে হাফিজ আল আসাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের মিথ্যা মামলা করেছেন।
আসুনাল কবির বক্তব্যে সোহানা তাহমিনার কথায় কথায় কমিটি ভেঙে দেওয়ার হুমকি-ধমকি থেকে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান।
অভিযোগের বিষয়ে সোহানা তাহমিনা বলেন, তারাই আগে আমাকে নিয়ে অসৌজন্যমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায়- যা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করে। তাই, আমি তার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছি। এটা আরও বেশি করার দরকার ছিল।