Logo
Logo
×

রাজধানী

ঢাকা-৫: নৌকার প্রার্থী-স্বতন্ত্রে হাড্ডাহাড্ডি লড়াই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

ঢাকা-৫: নৌকার প্রার্থী-স্বতন্ত্রে হাড্ডাহাড্ডি লড়াই

রাজধানীর প্রবেশমুখ খ্যাত যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে ভোটের ফলাফলে নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

১৮৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো: সাবিরুল ইসলাম। 

এর মধ্যে নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৩ হাজার ২১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা পেয়েছেন ৩ হাজার ১৭৩ ভোট।

তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাবা এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্র ১৮৭টি। 

এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন। আর নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিন জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা মোট চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম