Logo
Logo
×

রাজধানী

রাজধানীর এক ভোটকেন্দ্রে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ ভোট!

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

রাজধানীর এক ভোটকেন্দ্রে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ ভোট!

রাজধানীর মিরপুরের একটি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ১৩টি ভোট পড়েছে। কেন্দ্রটির নাম শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এটি ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত। কেন্দ্র নং ১৬। এখানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ১৮৯৮ জন। 

সরেজমিনে মিরপুর ১৪ নম্বর শহীদ পুলিশ স্মৃতি কলেজ ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। পুলিশ ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা অলস সময় পার করছেন। 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকার্তা সজিব মিয়া বলেন, এখানে বেশিরভাগ ভোটার পুলিশ সদস্য। অনেকে ডিউটিতে রয়েছেন আবার অনেকে বদলি হয়ে গেছেন।  দুপুর পর্যন্ত ১৩টির মতো ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধির প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম