Logo
Logo
×

রাজধানী

থানার হাজত থেকে নারী আসামির পলায়ন

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

থানার হাজত থেকে নারী আসামির পলায়ন

রাজধানীর আদাবর থানার হাজতখানার ভেতর থেকে পালিয়ে গেছে এক আসামি। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম লাবনী আক্তার (২০)। তিনি শুক্রবার সন্ধ্যায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

এত সিসি ক্যামেরা ও ডিউটি অফিসার থাকার পরও থানার হাজতখানা থেকে এভাবে আসামি পালিয়ে যাওয়ায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। 

মামলার সূত্রে জানা গেছে, গতকাল (শুক্রবার) দুপুর আড়াইটায় আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ। পরদিন (আজ) আদালতে পাঠানোর জন্য রাতে আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে আসামিকে পাঠাতে এসে পুলিশ তাকে খুঁজে না পেয়ে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়। ইতোমধ্যে আসামিকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

তবে আদাবর থানার ওসি মাহবুবুর রহমান বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, আসামিকে আটকের পর নারী ও শিশু সার্ভিস ডেস্কে বসিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ভোরে হঠাৎ করে পালিয়ে গেছে। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের টিম কাজ করছে। আশা করছি, খুব শীঘ্রই আমরা তাকে গ্রেফতার করতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম