Logo
Logo
×

রাজধানী

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন নাশকতা নয়: রেলওয়ে পুলিশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ পিএম

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন নাশকতা নয়: রেলওয়ে পুলিশ

ফাইল ছবি

রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ বলছে, এটি কোনো নাশকতা নয়।

রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের সাইলেন্সার পাইপের ওপরে একটা পাটের বস্তা ছিল। এতে পাইপটি দিয়ে ধোঁয়া বেরোতে বাধা পাচ্ছিল। পরে ধীরে ধীরে ওই বস্তায় আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভায়। এ সময় চটের বস্তাটি রেললাইনের বাইরে ফেলে দিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, এটি নাশকতার কোনো ঘটনা নয়। সাইলেন্সারের পাইপ থেকে নির্গত ধোঁয়া বস্তায় বাধাগ্রস্ত হওয়ায় আগুন লেগেছিল। পরে তাৎক্ষণিক নেভানো হয়েছে। এতে কোনো হতাহত নেই।

এর আগে গত মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম