Logo
Logo
×

রাজধানী

বাসার ছাদে পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

বাসার ছাদে পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে জাতীয় পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সুজন ভান্ডারি (১৪)। সে দর্জির কাজ করতো। 

সুজন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জালাল ভান্ডারির ছেলে। কামরাঙ্গীরচরের নার্সারি মোড় ৪ নাম্বার গলির ভাড়া বাসায় থাকতো। ওই বাসার ২য় তলার ছাদে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতের মা অরুনা বেগম জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় এসে পতাকা লাগানোর জন্য বাড়ির ছাদে ওঠে সে। তখন বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত পোনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম