Logo
Logo
×

রাজধানী

মহান বিজয় দিবস, রাজধানীতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ এএম

মহান বিজয় দিবস, রাজধানীতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

আজ মহান বিজয় দিবস। ৫৩তম বিজয় দিবসে আলোর বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী। এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় দিবসের আলোর বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। শাপলা চত্বরসহ রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, অফিস-আদালত, বাসা-বাড়ি, বিভিন্ন সড়ক, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। অধিকাংশ সরকারি ভবনগুলো সাজানো হয়েছে জাতীয় পতাকার আদলে। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা।

সন্ধ্যা থেকেই রাজধানীর ঢাকার বিভিন্ন ভবনের সামনে ঘুরে ঘুরে বর্ণিল আলোকসজ্জা দেখে বেড়াচ্ছেন অনেকেই। দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখে মুগ্ধ কর্মব্যস্ত মানুষ। অনেকে ঘুরে ঘুরে দেখছেনে আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন। অনেকে পরিবার নিয়ে বেরিয়েছেন আলোকসজ্জা দেখতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম