Logo
Logo
×

রাজধানী

দিনে সেলুনে ডিউটি রাতে ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

দিনে সেলুনে ডিউটি রাতে ছিনতাই

প্রতীকী ছবি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে সোহাগ হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর সোনারগাঁও ক্রসিং থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং থেকে সোহাগকে আটক করা হয়। সোহাগ দিনে সেলুনে চাকরি করে আর রাতে ছিনতাই করে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়। বৃহস্পতিবারও সোহাগ ও তার গ্রুপ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে আটক করা হয়। সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে, ডিউটি শেষে ছিনতাই করে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম