Logo
Logo
×

রাজধানী

স্মরণসভায় বক্তারা

ডা. এসএ মালেক ছিলেন দূরদর্শী রাজনীতিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

ডা. এসএ মালেক ছিলেন দূরদর্শী রাজনীতিক

বঙ্গবন্ধুর রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক একজন দূরদর্শী রাজনীতিক ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক চর্চার মধ্যেও তিনি ছিলেন স্বাধীনচেতা। সত্যকে উঁচু করে ধরতেন নির্ভয়ে। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তিনি জাতির ক্রান্তিলগ্নে পথ দেখাতেন। তার আদর্শ ধারণ করতে পারলেই ডা. এসএ মালেকের আত্মা শান্তি পাবে। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডা. এসএ মালেকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক জিয়া রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য  ড. ছাদেকুল আরেফিন, সাংবাদিক অজিত কুমার সরকার, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আজম শফিউল আলম ভূঁইয়া, সমাজকর্মী সাখাওয়াত আলী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম