Logo
Logo
×

রাজধানী

ভারতীয় মিত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

ভারতীয় মিত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

মৈত্রী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ। 

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী বেদীতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ফজলে (আলী) এলাহী, নির্বাহী চেয়ারম্যান সাংবাদিক বাসুদেব ধর, মহাসচিব ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অধ্যাপক সাদিয়া শারমিন চৌধুরী, দপ্তর সম্পাদক যোগাচার্য ড. শংকর তালুকদার, সাংবাদিক রফিকুল ইসলাম, অনি সামদানী চৌধুরী, সাদেক, নজরুল ইসলাম, সাংবাদিক শেখ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিসংগ্রামের ইতিহাসের এক মাইলফলক দিন। এই দিনে বাংলাদেশকে দুই বন্ধুপ্রতিম দেশ ভারত ও ভুটান স্বীকৃতি দেয়। যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে। এ স্বীকৃতির ফলে মুক্তিযুদ্ধের গতি আরও বেগবান হয়। এই স্মৃতিকে ধরে রাখতেই বাংলাদেশ স্বীকৃতির সুবর্ণজয়ন্তী মৈত্রী দিবস উদযাপন করছে ভারত-বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম