রাসায়নিকের ড্রাম বিস্ফোরণে আগারগাঁওয়ে চার শ্রমিক দগ্ধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় সোমবার নির্মাণাধীন ভবনের খালি রাসায়নিকের ড্রাম বিস্ফোরনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন রবিন, রফিকুল ইসলাম, সরলাল দাস ও মোজাফফর।
শ্রমিক সর্দার শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রাসায়নিকের একটি খালি ড্রাম পানি রাখার জন্য আনা হয়েছিল। শ্রমিকরা ওই ড্রামের মুখ কাটার সময় তা বিষ্ফোরিত হয়ে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, রবিনের শরীরের ২২ শতাংশ ও রফিকুল ইসলামের ৪৩ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন সরলাল দাস ও মোজাফফর সামান্য দগ্ধ হয়েছেন।