রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে মো. শাহ আলম ফকির (৫০) নামের এক নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার আমতলী থানা এলাকায়।
নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলের পাশে থাকতেন শাহ আলম। ভবন থেকে পড়ার পর গুরুতর আহত শাহ আলমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বাদশা বলেন, সকালে আমরা নির্মাণাধীন ভবনের ছয়তলা ছাদে ঢালাইয়ের ফিনিশিংয়ের কাজ করছিলাম। এ সময় শাহ আলম অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, নিহতের স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।