রাজধানীর লালবাগে চার জালনোট কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ ৯৫ হাজার টাকার জাল নোট ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন-নাবিল হোসেন, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে জয় ও গাজী সাব্বির মাহমুদ।
ডিএমপির লালবাগ জোনের সহকারী কমিশনার আশফাক আহমেদ জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে লালবাগ থানার ভাতের গলি এতিমখানা স্টাফ কোয়ার্টাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে এক লাখ ৯৫ হাজার টাকার জাল নোট, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটর, কী-বোর্ড, প্রিন্টার, কাটার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতেন বলে স্বীকার করেছেন। তারা জাল নোট তৈরি চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় তাদের নামে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।