হাতিরঝিলে খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন রোডে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাদাকাত ইসলাম দিহান।
মঙ্গলবার রাতে বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার মৃত্য হয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার এসআই সজিব ঘোষ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শিশুমটির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
দিহানের স্বজনদের বরাদ দিয়ে পুলিশ কর্মকর্তা সজিব ঘোষ জানান, দিহান অতি চঞ্চল প্রকৃতির। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসার সবার অগোচরে নিউ ইস্কাটন রোডের নানার বাড়ি দ্বিতীয় তলার বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে খেলছিল। একপর্যায়ে গলায় ফাঁস লেগে যায়।
ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান গ্রামের ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের ছেলে দিহান।
দিহানের বাবা জানিয়েছেন, গত রোববার মায়ের সঙ্গে তারা দুই ভাই-বোন অসুস্থ নানা-নানিকে দেখতে ঢাকা যায়। নানা-নানির বাসাতেই এ ঘটনার শিকার হয়। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।