Logo
Logo
×

রাজধানী

মিরপুরে থানার গেটের সামনে বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

মিরপুরে থানার গেটের সামনে বাসে আগুন

রাজধানীর মিরপুর কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিকাল ৩টার পর তিতাস নামে একটি বাসকে ধাওয়া করে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটি থানার কাছাকাছি থাকায় বাসের চালক নিরাপত্তার কথা ভেবে বাসটিকে কাফরুল থানার গেটের সামনে চালিয়ে নিয়ে আসেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের কাফরুল থানার সামনের সড়ক দিয়ে যাওয়ার পথে একটি বাসে আগুন ধরতে দেখা গেছে। বাসটির পেছনে ছাদের কাছে আগুন জ্বলছিল। চালক বাসটিকে থানার গেটের সামনে নিয়ে যান। এ সময় কয়েকজন লোক আগুন নেভানোর চেষ্টা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম