Logo
Logo
×

রাজধানী

রাজধানীর কদমতলীতে বাসে আগুন

Icon

যাত্রাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১১:৫৮ এএম

রাজধানীর কদমতলীতে বাসে আগুন

রাজধানীর কদমতলীতে বাসে আগুন

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাস ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে ও পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বাসের কয়েকজন যাত্রী জানান, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বোরাক পরিবহনের বাসটি। সাড়ে ৭টার দিকে মুন্সিখোলা পৌঁছালে ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এরপর তারা প্রথমে বাসটি ভাঙচুর করে। পরে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনির হোসেনসহ তাদের সদস্যরা। তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চালক ইয়ার হোসেন বলেন, ‘কিছু বোঝার আগেই বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। আমি বাসে আগুন না দিতে অনেক অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’ 

টিআই মুনীর আহম্মদ যুগান্তরকে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 

এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘আমরা ইতোমধ্যেই দুর্বৃত্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

অপরদিকে জুরাইনে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি  বিক্ষোভ  মিছিল করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম