Logo
Logo
×

রাজধানী

কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪৫ পিএম

কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর 

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে কে বা কারা বৈশাখী পরিবহণের একটি বাস ভাঙচুর করে পালিয়ে যায়। এরপর আরও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

এদিকে একই এলাকায় দুপুর সোয়া ১ টার দিকে কাকরাইল মোড়ে একটি পুলিশ বক্সে বিএনপির নেতাকর্মীরা আগুন দেয় বলে অভিযোগ উঠে। 
কাকরাইল মসজিদের সামনে পুলিশ ও বিএনপি নেতাকমর্মীতের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। দুপুর ১ টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থেমে থেমে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে দেখা যায়। 

এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দৌড়াতে দেখা গেছে। ওই রান্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আরও কয়েকটি স্থানে সংঘর্ঘের খবর পাওয়া গেছে। পরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম