বেরাইদ গণপাঠাগার কার্যক্রমে জাতিসংঘ কর্মকর্তার সন্তোষ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পিএম
বেরাইদ গণপাঠাগারের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা (নিউইয়র্ক সদর দপ্তরে আয়কর বিভাগের প্রধান) কাজী জহিরুল ইসলাম।
সোমবার দুপুরে ঢাকা উত্তর সিটির ৪২নং ওয়ার্ডে গণপাঠাগারটি পরিদর্শনকালে তিনি এই অনুভূতি ব্যক্ত করেন। তাকে স্বাগত জানান গণপাঠাগার সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন গণপাঠাগারের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, একেএম রহমতুল্লাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা, প্রভাষক মো. মানিক, বেরাইদ মুসলিম হাইস্কুলের সিনিয়র শিক্ষক শাহীনুর পারভীন, পাঠক ফাহাদ ভূঁইয়া প্রমুখ।
কাজী জহিরুল যুক্তরাষ্ট্রের নাগরিকদের গ্রন্থ ও গ্রন্থাগারপ্রীতির কথা তুলে ধরে বলেন, বই পড়ার অভ্যাস গড়তে একটি ফর্মুলা খুবই কাজে দিতে পারে। তা হলো- ‘ঘুমানোর আগে বই, হাতে অবশ্যই’।
তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনস্ক ও আলোকিত সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। বেরাইদ গণপাঠাগার এ কাজটিই করে যাচ্ছে। তিনি পাঠাগারকে নিজের লেখা বেশকিছু বই উপহার দেন। গণপাঠাগারের পক্ষ থেকে তাকে ‘গ্রন্থসুহৃদ’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।