Logo
Logo
×

রাজধানী

নটরডেম কলেজের ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসবে ‘ব্যাটেল অব দ্য ব্যান্ড'স‘ জিতল যারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০১:১৮ এএম

নটরডেম কলেজের ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসবে ‘ব্যাটেল অব দ্য ব্যান্ড'স‘ জিতল যারা

রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটরডেম কলেজ কালচারাল ক্লাব আয়োজিত এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতা। আর এসব প্রতিযোগিতার মধ্যে বিশেষভাবে আলো কেড়েছে ব্যান্ড সঙ্গীতের প্রতিযোগিতা “ব্যাটেল অব দ্য ব্যান্ড“।

শুক্রবার তিন দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে “ব্যাটেল অব দ্য ব্যান্ড“ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সারাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের গড়া ৪০টি ব্যান্ড এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্বে উন্নীত হয় ৮টি ব্যান্ড। জমকালো লড়াই শেষে “ব্যাটেল অব দ্য ব্যান্ড“ জিতে নেয় ব্যান্ড “প্রটোকল“। দ্বিতীয় স্থান অর্জন করে ব্যান্ড “আদ্যান্তর“ এবং তৃতীয় হয় “নাম ছাড়া ব্যান্ড“। 

“ব্যাটেল অব দ্য ব্যান্ড“ এর চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন, জনপ্রিয় মিউজিশিয়ান এ কে রাহুল, নাভিদ এহসান এবং সাগর আহমেদ চৌধুরী।

১৮ বছরের কম বয়সীদের ব্যান্ড সঙ্গীতের এই লড়াইয়ের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বাকি দলগুলো হলো- এস্কেপ, ইয়ারব্লুস, ছন্দবিহীন, আনকোরা এবং শব্দদূষণ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম