কামরাঙ্গীরচরে মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম
রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায় গুলি করে রমজান ওরফে পেটকাটা রমজান (৪৩) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রমজান মাদক ব্যবসায়ী ছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কয়েকজন লোক খবর দেন- এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন।
পরে জানা গেছে, তার নাম রমজান ওরফে পেটকাটা রমজান। তার বুকে, পিঠে ও হাতে গুলির চিহ্ন রয়েছে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (অপারেশন) একরামুল হক জানান, রমজান লালবাগের মুসলিমবাগে একটি বাসায় সাবলেট হিসেবে একাই ভাড়া থাকত। যেই বাসায় ভাড়া থাকত সেই বাসার গেটের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।
সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। চকবাজার থানায় তার বিরুদ্ধে দুটি মামক মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরের পর নিহতের বোন পারভীন লাশ গ্রহণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসী বলছেন, রমজান বেশ কিছুদিন আগে এক ব্যক্তিকে খুন করেছেন। সেই খুনের প্রতিশোধ নিতেই রমজানকে খুন করা হয়েছে। মাদক ব্যবসা নিয়ে একটি গ্রুপের সঙ্গে রমজানের দ্বন্দ্ব চলছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।